Home / চাঁদপুর / চাঁদপুরে আরও ৪৮ জনের করোনা শনাক্ত
কোয়ারান্টাইনে

চাঁদপুরে আরও ৪৮ জনের করোনা শনাক্ত

চাঁদপুরে গত এক সপ্তাহ ধরে করোনা পরিস্থিতির ধারাবাহিক অবনতি হচ্ছে। এবার একদিনে ৪৮জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৪৩জন, ফরিদগঞ্জের ১জন, মতলব উত্তরের ১জন, মতলব দক্ষিণের ১জন ও শাহরাস্তির ২জন রয়েছেন।

একই দিনে ১০জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে। এ দিন মোট নমুনা পরীক্ষা করা হয় ২২০টি। নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ২১.৮১%।

চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্র জানায়, সোমবার দিনভর এসব নমুনা সংগৃহীত হয়। রাতে রিপোর্ট পাওয়া গেছে।

জেলায় বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যা ১৫৩১৮জন। এর মধ্যে মৃতের সংখ্যা ২৪১জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ১৪৯৬২জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১১৫জন। আক্রান্তদের মধ্যে ২জন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ও বাকীরা হোম আইসোলেশনে আছেন।