Home / চাঁদপুর / চাঁদপুরে আরও ১৯ জনের করোনা শনাক্ত
চাঁদপুরে করোনাে টেস্ট ল্যাব
চাঁদপুরে করোনাে টেস্ট ল্যাব

চাঁদপুরে আরও ১৯ জনের করোনা শনাক্ত

চাঁদপুরে এবার একদিনে ১৯জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর ১৪জন, ফরিদগঞ্জ ২জন, হাজীগঞ্জের ১জন, শাহরাস্তির ১জন ও মতলব উত্তরের ১জন রয়েছেন। একই দিনে ১৬জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে।

এ দিন মোট নমুনা পরীক্ষা করা হয় ১২৩টি। নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১৫.৪৪%।

চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্র জানায়, বৃহস্পতিবার দিনভর এসব নমুনা সংগৃহীত হয়। রাতে রিপোর্ট পাওয়া গেছে।

জেলায় বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যা ১৫১৯৯জন। এর মধ্যে মৃতের সংখ্যা ২৪১জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ১৪৯১৬জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪২জন। আক্রান্ত সবাই হোম আইসোলেশনে আছেন।