Home / উপজেলা সংবাদ / চাঁদপুরে অভিনব কায়দায় চুরি
চাঁদপুরে অভিনব কায়দায় চুরি
‘পদ্মা দিঘি’ বাসায় চুরির ঘটনাস্থল পরিদর্শনে যান চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান অ্যাড. শাহজাহান মিয়া।

চাঁদপুরে অভিনব কায়দায় চুরি

চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক | আপডেট: ০৯:৩৯ অপরাহ্ণ, ১৪ সেপ্টেম্বর ২০১৫, সোমবার

চাঁদপুরের ছৈয়ালবাড়ি রোডের ৯৪/৭৮ক হোল্ডিং নাম্বারের ‘পদ্মা দিঘি’ বাসার নীচতলায় অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটেছে।

ওই বাসার ভাড়াটিয়া ইসলামী ফাউন্ডেশনের ডিডি এবিএম খালিদ জানায়, অন্য দিনের মতো পরিবারের সদস্যগণ রাতের খাবার গ্রহণ করার পর পরিবারের ক’জন অসুস্থ হয়ে পড়ে। রাতে এই অবস্থায় ২টার দিকে সংঘবদ্ধ চোর চক্রের সদস্যরা রান্নাঘরের জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে ২টি মোবাইল ফোন নিয়ে যায়। এই সময় ঘরের লোকজন চিৎকার দিলে চোরের দল সটকে পড়ে। পরে আশেপাশের লোকজন এসে এবিএম খালিদ সহ অন্যদের ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসা করায়। এখনো তারা সুস্থ হয়নি।

পরিবারের সদস্যরা জানায়, তৈরি খাবারে চোরচক্র সুপরিকল্পিতভাবে জানালা দিয়ে নেশা জাতীয় জিনিস ছিটিয়ে দেয়। যে খাদ্য খেয়ে অনেকে অসুস্থ হয়। একই ঘটনা পাশের অন্য প্ল্যাটেও ঘটেছে। সংবাদ পেয়ে সোমবার সন্ধ্যায় ওই বাসায় গিয়ে উপস্থিত হন চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান অ্যাডভোকেট শাহজাহান মিয়াসহ এলাকার লোকজন।

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫