Home / উপজেলা সংবাদ / চাঁদপুরে অন্তঃসত্ত্বা ভাবীকে দেবরের নির্যাতন
চাঁদপুরে অন্তঃসত্ত্বা ভাবীকে দেবরের নির্যাতন
প্রতীকী ফাইল ছবি।

চাঁদপুরে অন্তঃসত্ত্বা ভাবীকে দেবরের নির্যাতন

চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক | আপডেট: ০৮:২৬ অপরাহ্ণ, ১৪ সেপ্টেম্বর ২০১৫, সোমবার

চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার লক্ষ্মীপুর গ্রামের হাজী বাড়ীর নাছিমা বেগম (২৭) নামের এক গৃহবধূকে দেবর কবির হোসেন শারীরিক নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূ বর্তমানে মতলব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।

আহত নাসিমা বেগম জানান, “আমার স্বামী রফিক হোসেন ঢাকায় কাজ করেন। দীর্ঘদিন ধরে আমার দেবরের সাথে পারিবারিক বিরোধ। ওইদিন আমার স্বামীর অনুপস্থিতিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কবির ও তার স্ত্রী ফাতেমা আমাকে মারধর করে। পরে বাড়ির লোকজন আমাকে আহত অবস্থায় হাসপাতালে এনে ভর্তি করে।

মতলব স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক জানান, “আহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়াও সে ছয় মাসের অন্তঃসত্ত্বা, তার চিকিৎসা চলছে।”

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫