Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / চাঁদপুরের মতলবে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়
Matlob-North-..

চাঁদপুরের মতলবে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নেহাশিষ দাশ। রোববার ২৩ আগস্ট সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

সভার সমন্বয়ক নবাগত উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশিষ দাশ জনস্বার্থে সকল কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, সাংবাদিকগণ হলেন জাতির বিবেক। আপনাদের মাধ্যমেই সমাজ, দেশ ও জাতির সুন্দর রূপ ফুটে ওঠে। তাই আমি মনে করি, সরকারি, বেসরকারি ও সামাজিক সকল কার্যক্রমে সহযোগিতা ও অংশগ্রহণ দরকার।তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং সাংবাদিকদের কাজে তিনি সার্বিক সহযোগীতা করবেন বলেও আশ্বাস প্রদান করেন।সভায় সাংবাদিকদের মধ্যে উন্মুক্ত আলোচনায় সভায় প্রত্যেক সাংবাদিক অংশগ্রহণ করে।’

মতবিনিময় সভায় মতলব উত্তর উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং সমাধান নিয়েও আলোচনা পর্যালোচনা করা হয়।

করেসপন্ডেন্ট , ২৩ আগস্ট ২০২০