Home / খেলাধুলা / চাঁদপুরের কাছে নরসিংদী জেলার ২-১ গোলে পরাজয়

চাঁদপুরের কাছে নরসিংদী জেলার ২-১ গোলে পরাজয়

চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ এর গ্রুপ ভিত্তিক সুরমা অঞ্চলের স্বাগতিক চাঁদপুর জেলা ফুটবল দলের কাছে ২-১ গোলে পরাজিত হয়েছে নরসিংদী জেলা ফুটবল দল।

২১ জানুয়ারি মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত খেলায় প্রথমার্ধে দুটি দলের ১-১ সমতা ছিলো। বিরতীর পরে চাঁদপুর জেলা দল আরো ১টি গোল করে ২-১ গোলে নরসিংদী জেলা দলকে পরাজিত করে। এই জয়ের মাধ্যমে পরবর্তী রাউন্ডে খেলার সুযোগ পেলো চাঁদপুর জেলা ফুটবল দল।

মঙ্গলবার স্টেডিয়াম মাঠে বসে খেলা উপভোগ করেন এবং খেলোয়ারদের সাথে কুশল বিনিময় করেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ,চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটোয়ারী,চাঁদপুরে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২০ এর খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সদস্য সচিব ও জেলা ক্রীড়া সংস্থার ফুটবল উপ কমিটির সাধারণ সম্পাদক শাহির হোসেন পাটোয়ারী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু প্রমুখ।

প্রসঙ্গত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা প্রদর্শনের নির্মিত বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২০ আয়োজন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশের সারা জেলার বিভিন্ন ভেন্যুতে খেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে হোম এন্ড এওয়ে পদ্ধতির এ খেলায় ১৮ জানুয়ারি শনিবার নরসিংদী মোসলেম উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে নরসিংদী জেলার সাথে খেলে চাঁদপুর জেলা ফুটবল দল। ঐ খেলায় স্বাগতিক নরসিংদি জেলার কাছে এক গোলে হেরে যায় চাঁদপুর জেলা ফুটবল দল।

আশিক বিন রহিম