Home / চাঁদপুর / চাঁদপুরের অসংখ্য শিক্ষার্থীর ওস্তাদ মাও. বেলাল পাটওয়ারীর ইন্তেকাল
belal-patwary

চাঁদপুরের অসংখ্য শিক্ষার্থীর ওস্তাদ মাও. বেলাল পাটওয়ারীর ইন্তেকাল

চাঁদপুর শহরের বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সদ্য অবসর প্রাপ্ত সহকারী মৌলভী মাও বেলাল হোসাইন পাটওয়ারী ইন্তেকাল করিয়াছেন (ইন্না…রজিউন)।

১৯ নভেম্বর মঙ্গলবার আনুমানিক দুপুর সোয়া ১২ টায় চাঁদপুরে একটি বেসরকারি হাসপাতালে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিন বাদ এশা চাঁদপুর শহরের খলিশাডুলি বন বিভাগের অফিস রোডের পাটওয়ারী বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।

মাও. বেলাল পাটওয়ারী বিষ্ণুদী মাদ্রাসায় দীর্ঘ ৩৮ বছর অত্যান্ত সুনামের সাথে শিক্ষকতা করেছেন। তিনি চলতি বছরের মে মাসের ৫ তারিখ পর্যন্ত কর্মরত ছিলেন। সম্প্রতি তাঁকে মাদ্রাসা থেকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়।

মাও. বেলা পাটওয়ারীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ন্ঈম পাটওয়ারী দুলাল, সাবেক সভাপতি প্রকৌশলী দেলোয়ার হোসেন, মাদ্রাসা অধ্যক্ষ মাও. জসিম উদ্দিনসহ সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

মৃত্যুকালে মাওলানা বেলাল পাটওয়ারী স্ত্রী, ৫ মেয়ে ও এক ভাইসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন রেখে যান।

প্রতিবেদক : শরীফুল ইসলাম, ১৯ নভেম্বর ২০১৯

ইন্টারনেট কানেকশন নেই