Home / বিনোদন / চঞ্চল চৌধুরীর নায়িকা হয়ে বাংলাদেশে আসছেন নুসরাত

চঞ্চল চৌধুরীর নায়িকা হয়ে বাংলাদেশে আসছেন নুসরাত

বাংলাদেশের সিনেমায় পা রাখছেন নুসরাত জাহান। জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর নায়িকা হিসাবে বাংলাদেশের সিনেমায় পা রাখছেন নুসরাত জাহান। নাট্যনির্মাতা গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় নতুন একটি সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন চঞ্চল চৌধুরী-নুসরাত।

কালকাতা ২৪-এর প্রতিবেদনে জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই এই সিনেমার কাজ শুরু হবে বলে জানা গিয়েছে। বাংলাদেশে অভিনেত্রী হিসাবে রীতিমত জনপ্রিয় নুসরাত। সেখানে দাঁড়িয়ে বাংলাদেশের সিনেমাতে তাকে দেখা যাওয়ার খবরে খুশি নুসরাতের অনুগামীরা।

সম্প্রতি এই বিষয়ে ফেসবুক লাইভ করেন অভিনেতা চঞ্চল চৌধুরী। সেখানে নুসরতের সঙ্গে সিনেমা করার কথা জানিয়েছেন। তবে সিনেমার নাম চূড়ান্ত না হলেও তার বিপরীতে নুসরাতের অভিনয়ের বিষয়টি মৌখিকভাবে চূড়ান্ত হয়েছে বলে জানান চঞ্চল।

(এমটিনিউজ)

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১০: ৪০ এ.এম, ৩০ জানুয়ারি ২০১৮,মঙ্গলবার
এএস