‘প্রথমে দুই ধরনের ঘুমের ট্যাবলেট, তারপর হারপিক আর এখন স্যাভলন, এবার আমাকে কে আটকায়? আমার প্রতি সবার ভালোবাসা শেষ হয়ে গেছে। বিদায়। আমার আজকের এই অবস্থার জন্য শুধু শাহজাহান সম্রাট ও তার পরিবার দায়ী।’
ফেসবুকে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন ছোট ও বড় পর্দার অভিনেত্রী শাহলা ইসলাম তমা। কিন্তু শেষ পর্যন্ত বেঁচে যান তিনি।
মঙ্গলবার রাতে কয়েকটি ঘুমের ট্যাবলেট, হারপিক ও স্যাভলন খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। বিষয়টি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে সবাইকে জানান। এরপর পরই অসুস্থ হয়ে পড়েন। তবে জানা গেছে তিনি এখন অনেকটা সুস্থ রয়েছেন।
গতকাল তমা তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘আমাকে কারও লাগবে না। কিন্তু অন্যের বিপদে আমি ঠিকই সবকিছু ভুলে গিয়ে তার পাশে থাকি। আর আজ আমি সবার কাছে অপ্রয়োজনীয় হয়ে গেছি। ভালো থেক তোমরা। আমার চেয়েও অনেক ধনী ঘরের মেয়েকে বিয়ে করে সুখে থেকো।’
‘প্রথমে দুই ধরনের ঘুমের ট্যাবলেট, তারপর হারপিক আর এখন স্যাভলন, এবার আমাকে কে আটকায়? আমার প্রতি সবার ভালোবাসা শেষ হয়ে গেছে। বিদায়। আমার আজকের এই অবস্থার জন্য শুধু শাহজাহান সম্রাট ও তার পরিবার দায়ী।’
২০০৯ সাল থেকে ছোট পর্দায় অভিনয় করেন তমা। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘নির্বিকার মানুষ’, ‘নীড় খোঁজে গাঙচিল’, ‘নগর জোনাকী’, ‘চলিতেছে সার্কাস’ ইত্যাদি।
এ ছাড়া তিনি চলচ্চিত্রেও কাজ করছেন। নায়ক রাজ রাজ্জাকের ‘আয়না কাহিনি’র মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তমা।
এরপর শাহীন সুমনের ‘জটিল প্রেম’, জাকির হোসেন রাজুর ‘পোড়ামন’, রাকিবুল আলম রাকিবের ‘প্রেম করব তোমার সাথে’, কাজী হায়াতের ‘সর্বনাশা ইয়াবা’, ও অপূর্ব রানার ‘পুড়ে যায় মন’সহ মোট ছয়টি সিনেমায় অভিনয় করেছেন তিনি।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur