Home / উপজেলা সংবাদ / হাইমচর / গ্রেনেড হামলায় নিহত চাঁদপুরে কুদ্দুস পাটোওয়ারীর কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পন
হামলায়

গ্রেনেড হামলায় নিহত চাঁদপুরে কুদ্দুস পাটোওয়ারীর কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পন

২১ শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত চাঁদপুরের কুদ্দুস পাটোওয়ারীর কবরে ছাত্রনেতা শাহামাত হোসেন খান অন্তুর নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়।

সোমবার দুপুরে হাইমচর উপজেলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কুদ্দুস পাটোওয়ারীর কবরে এ শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন নেতৃবৃন্দ।

শাহামাত হোসেন খান অন্তু জানায়, বাদ আসর আইভি রহমানসহ সকল নিহতদের মাগফিরাত কামনায় দোয়া এবং সর্বশেষ ২১ শে আগস্ট জেলা আওয়ামীলীগের নিহতদের স্মরনসভায় যোগদান করা হয়।

এ সময় ছাত্রনেতা মাসুদ রানা, আরিফ গাজী, আজহারুল ইসলাম ইমন, রোহান পারভেজ, ইসমাইল গাজী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক, ২১ আগস্ট ২০২৩