আওয়ামী লীগ নেতা ও ছেংগারচর ডিগ্রি কলেজ গভর্ণিং বডির সভাপতি সাজেদুল হোসেন চৌধুরী দিপু বলেছেন,‘গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা হচ্ছে নৌকা বাইচ প্রতিযোগিতা। এ খেলা গ্রাম বাংলার সংস্কৃতির কথা মনে করিয়ে দেয়। এক সময় নৌকা বাইচ প্রতিযোগিতার প্রচলন ছিল। গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে বড় আকারে নৌকা বাইচ আয়োজন করা হবে । তিনি মাঝিদের উদ্দেশ্যে বলেন,‘বঙ্গবন্ধুর প্রতীক হচ্ছে নৌকা, আর আপনারা হচ্ছেন নৌকার মাঝি। আগামী নির্বাচনে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন। ’
শুক্রবার ( ১২ মে ) ৩ টায় মতলব খেয়াঘাট নৌকা শ্রমিক সমবায় সমিতির উদ্যোগে অনুষ্ঠিত নৌকা বাইচ প্রতিযোগিতায় পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠিনে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক আবুল কালাম মিয়াজী। পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম-আহবায়ক হোসাইন মোহাম্মদ কচি । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার। উদ্বোধন করেন জেলা পরিষদের সদস্য আল-আমিন ফরাজী।
এ সময় উপস্থিত ছিলেন মহিলা নেত্রী বীনা চৌধুরী,ইন্সপেক্টর শহীদুল ইসলাম,ভাইচ চেয়ারম্যান শওকত আলী বাদল,ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম ইমন, জেলা পরিষদ সদস্য মিনাহাজ উদ্দিন খান,পৌর প্যানেল চেয়ারম্যান আবুল বাসার পারভেজ,স্বেচ্চাসেবক লীগের সিনিয়র যুগ্ম-আহবায়ক শ্যামল চন্দ্র দাস, মহিলা নেত্রী সিরাজুল মনি,আসমা আক্তার,শিলামনি,রেহানা আক্তার,পৌরসভার মহিলা কাউন্সিলর দিলারা আক্তার, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশ্রাফুল ইসলাম,ছাত্রলীগের সিনিয়র যুগ্ম-আহবায়ক তামজিদ সরকার,সাবেক সহ-সভাপতি পিন্টু সাহা, যুগ্ম-আহবায়ক আজিম হোসেন,পৌর আহবায়ক মাইনুদ্দিন,যুগ্ম-আহবায়ক মামুন হোসেন,স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবুল কালাম,সাধারণ সম্পাদক মো.কামাল ফরাজী, কলেজ ছাত্রলীগের আহবায়ক কামাল হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
উক্ত প্রতিযোগিতায় ১৫টি দল অংশগ্রহণ করে। পরে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।
প্রতিবেদক : মাহফুজ মল্লিক
আপডেট, বাংলাদেশ সময় ৯ : ৩৫ পিএম, ১২ মে ২০১৭, শুক্রবার
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur