Home / সারাদেশ / রাতের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা
Gas

রাতের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মহেশখালীর গভীর সমুদ্রে অবস্থিত ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিটে (এফএসআরইউ) গত তিনদিন ধরে এলএনজি কার্গো জাহাজ ভেড়ানো সম্ভব হয়নি। ফলে জাতীয় গ্রিডে আরএলএনজি (রি-গ্যাসিফাইড লিকুইফাইড ন্যাচারাল গ্যাস) সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে বৃহস্পতিবার রাতের মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা করছেন পেট্রোবাংলার কর্মকর্তারা।

বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে এমনটি জানিয়েছেন বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) পরিচালক (অপারেশন অ্যান্ড মাইনস) প্রকৌশলী মো. রফিকুল ইসলাম।

তিনি বলেন, এফএসআরইউতে কার্গো জাহাজ ভেড়ানো সম্ভব হচ্ছিল না। এজন্য গ্যাসের সংকট তৈরি হয়েছিল। সমস্যা কাটছে। অলরেডি কিছুটা সমাধান হয়েছে। আশা করছি, রাতের মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

এর আগে বুধবার পেট্রোবাংলা জানিয়েছিল, এমন পরিস্থিতিতে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির আওতাধীন বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করছে। আবহাওয়া স্বাভাবিক হলে আবারও এলএনজি কার্গো জাহাজ এফএসআরইউতে ভেড়ানো সম্ভব হবে বলে জানায় প্রতিষ্ঠানটি।

চাঁদপুর টাইমস ডেস্ক/ ১৯ জুন ২০২৫