Home / ইসলাম / গোসলখানা-টয়লেট একসঙ্গে হলে দোয়া পড়ার বিধান কী?
গোসলখানা

গোসলখানা-টয়লেট একসঙ্গে হলে দোয়া পড়ার বিধান কী?

প্রশ্ন : আমাদের দেশে বহু বাসায় দেখা যায়, বাথরুম ও অজুখানা একই রুমে। বর্তমানে যারা নতুন ঘর করছে, তাদের প্রায় সবার ঘরেরই একই অবস্থা। আমার প্রশ্ন, এ রকম রুমে অজু করার সময় বিসমিল্লাহ ও অন্যান্য দোয়া পড়ার বিধান কী? দয়া করে জানিয়ে বাধিত করবেন।

—জোবায়ের আহমদ, সোনাইমুড়ি নোয়াখালী

উত্তর : দুর্গন্ধময় স্থানে আল্লাহর জিকির করা মাকরুহ।

সুতরাং বর্তমানকালে যেসব গোসলখানা ও টয়লেট একসঙ্গে হয়, সেগুলো যদি পরিষ্কার-পরিচ্ছন্ন হয় এবং কোনো ময়লা বা দুর্গন্ধ না থাকে তাহলে গোসল করার জন্য আলাদা করা অংশে বিসমিল্লাহ ও অজুর অন্যান্য দোয়া পড়া যাবে। (ফাতাওয়ায়ে নাওয়াজেল : ২২, তুহফাতু আলমায়ী : ১/২০২)।

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।