ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম, শিক্ষার্থীদের কাছ অতিরিক্ত অর্থ আদায় এবং জাল সনদধারী শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা এবং অনিয়মতান্ত্রিকভাবে শিক্ষক নিয়োগের প্রতিবাদে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ অভিভাবক ও এলাকাবাসী।
রোববার ২ ফেব্রুয়ারি সকালে গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের সামনে এই মানববন্ধনে অনিয়মের ফিরিস্তি তুলে ধরে বক্তব্য রাখেন কলেজের অভিভাবক ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, এলাকাবাসীর পক্ষে আব্বাস উদ্দিন ও সোহেল খান এবং কলেজের অব্যাহতিপ্রাপ্ত শিক্ষক মফিজুল ইসলাম ভূঁইয়া।
বক্তারা তাদের বক্তব্য বলেন, কলেজে গত কয়েক বছর ধরে অনিয়ম ও দূর্নীতি বাসা বেঁধেছে। কলেজের ৪জন সিনিয়র শিক্ষককে ডিঙিয়ে গৌরি রানী সাহাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে অবৈধ ভাবে দায়িত্ব প্রদান করা হয়েছে। কলেজে জাল সনদ দিয়ে ৪ জন শিক্ষক এখানো চাকুরি করে যাচ্ছেন। অথচ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষ চিঠি দিলেও তারা আমলে নিচ্ছে না। শিক্ষা মন্ত্রনালয়ের নিদের্শনা অমান্য করে নির্ধারিত বিভিন্ন ফির নামে বহুগুণ অর্থ আদায় করছে অবৈধ ভাবে। এভাবে চলতে দেয়া যায় না। তাই আমরা এলাকাবাসী, অভিভাবক ও সাবেক শিক্ষার্থীরা একত্রিত হয়ে মানববন্ধন করছি।
এ ব্যাপারে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গৌরি রানী বলেন, আমি নিয়মতান্ত্রিক ভাবেই কলেজে রয়েছি। কলেজে কোন অর্থ লোপাটের ঘটনা ঘটেনি।
প্রতিবেদক:শিমুল হাছান, ২ ফেব্রুয়ারি ২০২৫
চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur