Home / চাঁদপুর / গণফোরাম করে কেউ কখনও দেশ থেকে পালিয়ে যায়নি: ডা. মিজানুর রহমান

গণফোরাম করে কেউ কখনও দেশ থেকে পালিয়ে যায়নি: ডা. মিজানুর রহমান

চাঁদপুরে কেন্দ্রীয় গণফোরামের সভাপতি ও উপদেষ্টার স্মরনে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন ) সকালে চাঁদপুুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে জেলা গণফোরামের পক্ষ থেকে এ আয়োজন করা হয়।

গণফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাবেক এমপি মোস্তফা মহসীন মন্টু ও উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাড. ফজলুল হক সরকারের শোকসভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জেলা গণফোরামের সভাপতি অ্যাড. সেলিম আকবরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান।

তিনি তার বক্তব্যে বলেন, গণফোরাম প্রগতিশীল রাজনীতি করে আসছে। এ দল করে কেউ কখনও দেশ থেকে পালিয়ে যায়নি। দেশের স্বার্থে গণমানুষের জন্য কাজ করে গণফোরাম। আমরা এখানে একত্রিত হয়েছি শোকসভায়। আমরা গণফোরামের এক বর্ষিয়ান রাজনীতিবিদ কে হারিয়েছি। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ঢাকা মহানগর দক্ষিণ মুক্তিযোদ্ধা গেরিলা বাহিনীর বিএলএফ বাহিনীর প্রধান ছিলেন মোস্তফা মহসীন মন্টু। অসুস্থ শরীরে শেখ হাসিনার হটানোর আন্দোলনে ঢাকায় আমাদের সাথে রাজপথে ছিলেন। ৬০ এর দশক থেকে ছাত্র আন্দোলনের প্রতীকৃত, ৯০ এর গণআন্দোলন ও সর্ব শেষ শেখ হাসিনা হটানোর আন্দোলন সহ বহু আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা রেখেছেন রাজপথে থেকে। তিনি বয়সের শেষে এসে ফুসফুসে রোগে আক্রান্ত হন। অক্সিজেন সিলিন্ডার সাথে নিয়ে শেখ হাসিনার পতনের আন্দোলনে রাজপথে সভা সমাবেশে, খোলামাঠে এসে বক্তব্য দিয়েছেন।

তিনি বলেন, অ্যাডঃ ফজলুল হক সরকার গণফোরামের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। তিনি ২০২৪ সালের ৩০ নভেম্বর উপদেষ্টা পরিষদের সদস্য নির্বাচিত হন।মুক্তিযুদ্ধে ঐতিহাসিক ভূমিকা পালন করেছিলেন, তিনি ছাত্র রাজনীতিতে ভূমিকা রেখেছিলেন। শুধু মুক্তিযোদ্ধা নয় সকল আন্দোলন সংগ্রামেই নয় আইনের শাসন প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রেখেছিলেন। চাঁদপুরের ঐতিহ্যবাহী বারে তিনি নির্বাচিত সভাপতি ছিলেন।

তিনি আরো বলেন, জুলাই আন্দোলনে আমি গণফোরামের ব্যানার নিয়ে পল্টন মোড়ে সমাবেশ করেছি। সেই দিন পুলিশ আমাদেরকে চারদিক থেকে ঘিরে রেখেছিল। তারা আমাদেরকে তুলে নিয়ে যেতে চেয়েছিল। সেকান থেকে মিছিল নিয়ে আমরাসপ্রেসক্লাব সম্মুখে যাই। আমি বরেছিল যে ভাবে ছাত্রদের যে ভাবে গুলি করে হত্যা করা হচ্ছে তা বন্ধ করা হোক। আমরা অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের দাবি জানাচ্ছি। সংস্কার কমিশনের নামে যে আলোচনা হয়েছে তার কাঙ্ক্ষিত সফল পাচ্ছিনা। ডঃ কামাল হোসেনের কণ্যা ব্যারিস্ট্রার সায়রা হাই কোটে মামলা করেছিল ছাত্রদের উপর গুলি বন্ধের জন্য।মরহুম দুই নেতার আর্দশে ঐক্যবদ্ধ হয়ে গণফোরামকে শক্তিশালী করার আহবান জানান তিনি।

শহর গণফোরামের সাধারন সম্পাদক মাহমুদুর হাসান সুমন মিজির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক লতিফুল বারি হামিম, কোষাধক্ষ্য শাহ নুরুজ্জামান, জেলা বিএনপির সাধারন সম্পাদক অ্যাড. সেলিম উল্লা সেলিম, কেন্দ্রীয় গনফোরামের সাংগঠনিক সম্পাদক চিত্র শিল্পী আজাদ হোসেন, লক্ষ্মিপুর জেলা গণফোরামের আহ্বায়ক বোরহান উদ্দিন, কেন্দ্রীয়কমিটির যুগ্ম সাধারন সম্পাদক রওশন ইয়াজদানী।

সভায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃমোহাম্মদ বাবর বেপারী,শহর জামায়াত ইসলামির সাধারন সম্পাদক অ্যাডঃ শাহজাহান খান, বাসদ চাঁদপুর জেলা শাখার সম্ময়ক শাহজাহান তালুকদার,কমিউনিষ্ট পাটির চাঁদপুর জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গির হোসেন,জেলা গনফোরামের, যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, সাংগঠনিক সম্পাদক হাজী আশরাফ বাবু সরকার,শহর গনফোরামের সভাপতি অ্যডঃ আবু সুফিয়ান, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম,ক্রীড়া সম্পাদক বিজয় মজুমদার, ফরিদগঞ্জ উপজেলা গণফোরামের সাবেক সভাপতি হাজী মাওঃ ফারুক, হাজেরা হাসমত ডিগ্রী কলেজর প্রভাষক মনিরুজ্জামান চৌধুরী প্রমুখ।

প্রতিবেদক: মুহাম্মদ বাদশা ভূঁইয়া, ২৮ জুন ২০২৫