যুদ্ধাপরাধীদের মদদ দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ আগামীকাল বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ঘোষণা করবেন আদালত।
গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম নূর নবী এ দিন ধার্য করেন। ওই দিন আদেশের দিন থাকলেও বিচারক কাল বৃহস্পতিবার আদেশ দেওয়ার জন্য দিন ধার্য করেছিলেন।
খালেদা জিয়ার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবাহ বিষয়টি নিশ্চিত করেন।
এ বছরের ২৫ ফেব্রুয়ারি তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) এ বি এম মশিউর রহমান খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার প্রতিবেদন দাখিল করেন।
২০১৬ সালের ৩ নভেম্বর বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী স্বীকৃত স্বাধীনতাবিরোধীদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে দেশের মানচিত্র এবং জাতীয় পতাকার মানহানি ঘটানোর অভিযোগে সিএমএম আদালতে একটি মানহানির মামলা দায়ের করেন।
ওইদিন ঢাকা মহানগর হাকিম রায়হানুল ইসলাম তেজগাঁও থানার ওসিকে মামলা তদন্তের নির্দেশ দেন।
মামলায় খালেদা জিয়া ও তাঁর প্রয়াত স্বামী জিয়াউর রহমানকে আসামি করা হয়। (এনটিভি)
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ ০৯: ৩০ পিএম, ১৩ সেপ্টেম্বর, ২০১৭ বুধবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur