Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / খলিশাডুলী সপ্রাবির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মৃত্যুবার্ষিকী
খলিশাডুলী

খলিশাডুলী সপ্রাবির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মৃত্যুবার্ষিকী

চাঁদপুর সদর উপজেলার খলিশাডুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহুরম শেখ মুহাম্মদ সিরাজুল হক মাষ্টারের প্রথম মৃত্যু বার্ষিকী আজ। গত বছর ১৩ এপ্রিল তিনি মৃত্যুরবণ করেন।

মহুরম শেখ মুহাম্মদ সিরাজুল হক মাষ্টার ১৯৬৫ সাল থেকে শিক্ষককতা করেন। তিনি চাঁদপুর সদরের রাজরাজাশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাবুরহাট সপ্রাবি, ওয়ারলেছ ফিসারীগেইট সপ্রাবি, মির্জাপুর সপ্রাবির সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। কর্মজীবনে তিনি সততা নিষ্টা ও পরিশ্রমের শিক্ষাকতা করেছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩সন্তান ও ১ মেয়ে রেখে গেছেন। পরিবারের পক্ষ থেকে তার রুহের মাগফিরাত কমানা করেছেন।

প্রতিবেদক: আশিক বিন রহিম, ১৩ এপ্রিল ২০২