চাঁদপুর জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল বলেছেন, চাঁদপুর জেলা উন্নত করতে হলে খেলাধুলার বিকল্প নেই। প্রতিবছর নিয়মিতভাবে খেলাধুলার আয়োজন করতে হবে। আমি সকলের নিকট অনুরোধ করছি কখনো যেন চাঁদপুরে ‘ক্রীড়া মাস’ আয়োজন বন্ধ না হয়। এ জন্যে অর্থের যোগান ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। এ আয়োজনের মধ্য দিয়েই চাঁদপুর ক্রীড়া ক্ষেত্রে এগিয়ে যেতে পারবে।
রোববার ( ৯ জুলাই) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ‘ক্রীড়া মাস ২০১৬’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, ক্রীড়ায় উন্নতি করতে প্রয়োজন নিয়মিত চর্চা। গত বছর ১৩টি ইভেন্টের আয়োজন করা হয়েছে। এতে অনেক ব্যয় হয়েছে। ক্রীড়া মাস নিয়মিত আয়োজন করতে ব্যয় আরো কমাতে হবে। বিগত সময়ে আয়োজনে ভুল-ত্রুটি তাকলেও আগামী ক্রীড়া মাস আয়োজনে আরো উন্নতি হবে বলে আশা রাখি।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তবা বাবুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল হাই, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়েশা আক্তার, সাবেক পৌর চেয়ারম্যান মো. শফিকুর রহমান, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ওমর পাটওয়ারীসহ বিভিন্ন ক্লাবের কর্মকর্তা ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ২০১৬ সালে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ক্রিকেট, ফুটবল, সাঁতারসহ ১৩ টি ইভেন্টের বিজয়ী ক্লাব ও খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
প্রতিবেদক : আনোয়ারুল হক
: আপডেট, বাংলাদেশ সময় ০৭ : ০৫ পিএম, ৯ জুলাই ২০১৭, রোববার
এইউ
চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur