Home / খেলাধুলা / সীমিত আয়োজনে ২য় বিয়ে করলেন ক্রিকেটার মোসাদ্দেক
ক্রিকেটার মোসাদ্দেক

সীমিত আয়োজনে ২য় বিয়ে করলেন ক্রিকেটার মোসাদ্দেক

করোনা পরিস্থিতিতে সীমিত আয়োজনে ২য় বিয়ের পিঁড়িতে বসলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত। ১০ জুলাই  শুক্রবার  পারিবারের সদস্যদের নিয়ে ঘরোয়া পরিবেশে বিয়ে সম্পন্ন করেন ২৪ বছর বয়সী স্পিন অলরাউন্ডার। মোসাদ্দেকের দ্বিতীয় স্ত্রীর নাম উম্মে তামান্না। তার বাড়ি ময়মনসিংহ নগরীর তালতলা এলাকায়।

১১ জুলাই শনিবার রাতে দ্বিতীয় বিয়ের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছেন। মোসাদ্দেকেরর ফেসবুক প্রোফাইল এবং ইনস্টাগ্রামে স্ত্রীর সঙ্গে এক যুগল ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘জীবনের নতুন যাত্রা শুরু করছি। আমাদের জন্য দোয়া করবেন।’

প্রসঙ্গত, ২০১২ সালে প্রথম বিয়ে করেন মোসাদ্দেক। তার প্রথম স্ত্রী ছিলেন আপন খালাতো বোন সামিয়া শারমিন। তবে তাদের সংসার বেশিদিন টিকেনি। পারিবারিকভাবে মনোমালিন্য হওয়ায় প্রথম স্ত্রীকে তালাক দেন মোসাদ্দেক। করোনার মধ্যে সীমিত পরিসরের আয়োজনে এবার নিজ জেলার মেয়েকে জীবনসঙ্গী করে নিলেন মোসাদ্দেক।

আরো পড়ুন-  ছেলে হয়ে জন্মে ভুল করেছি, মেয়েরা যা বলে তাই সত্যি হয় : মোসাদ্দেক

বার্তা কক্ষ, ১২ জুলাই ২০২০

ইন্টারনেট কানেকশন নেই