“কমাতে হলে সম্পদের ক্ষতি, বাড়াতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার(১৩ অক্টোবর) সকালে শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
দিবসের প্রধান প্রধান কর্মসূচীর মধ্যে ছিলো শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা, র্যালী, আলোচনা সভা ও অগ্নি নির্ভাপনে মহড়া।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ত্রান ও দুর্যোগ কর্মকর্তা এবিএম জাকির হোসাইন। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো. জামাল হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক রতন কুমার নাথ, প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন, হাসান আলী সপ্রাবির প্রধান শিক্ষক ইসমত আর শাফি, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা কাউছার আহমেদ। আলোচনা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও অগ্নি নির্ভাপনে একটি মহড়া প্রদর্শিত হয়।
প্রতিবেদক:মাজহারুল ইসলাম অনিক
১৩ অক্টোবর,২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur