৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলে তালগোল পাকিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।
বুধবার(৭ সেপ্টেম্বর)সংবাদ সম্মেলনে এসে ফিজার বলেন, আসসালামুআলাইকুম, ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস…’
এ সময় একসঙ্গে কয়েকজন সাংবাদিক বলেন, ভুল হচ্ছে।
সঙ্গে সঙ্গে থেমে যান মন্ত্রী। কাগজে ফের চোখ বুলিয়ে বলেন, ‘কে লিখেছে এটা! ছি ছি ছি!’
মিনিট দুয়েক চুপচাপ বসে থাকেন মন্ত্রী। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নজরুল ইসলাম চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে থাকেন বেশ কিছুক্ষণ। মন্ত্রীর একান্ত সচিব শেখ আতাহার হোসেনকে দেখা যায় একটি ফাইল হাতে নিয়ে মন্ত্রীর ঘাড়ের ডানপাশে দাঁড়িয়ে থাকতে।
প্রিয় সাংবাদিকবৃন্দ, স্যরি, নতুন করে শুরু করেন ফিজার। সাংবাদিকদের দেওয়া লিখিত বক্তব্যের প্রথম লাইনেই ছিল, ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ বছর ২০১৬ বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সুবর্ণ জয়ন্তী পালন করা হচ্ছে।
সংবাদ সম্মেলন শেষে মন্ত্রী-সচিবের সামনেই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলাম খান কয়েক কর্মকর্তাকে শাসিয়ে বলেন, কেন এই বক্তব্যের কপি আগে মন্ত্রীকে দেখাননি?
সংবাদ সম্মেলনের মাঝপথেই মন্ত্রণালয়ের কর্মকর্তারা শুরুতে সরবরাহ করা অনুলিপি ফেরত নিয়ে নেন।(কালের কণ্ঠ)
নিউজ ডেস্ক ।।আপডটে, বাংলাদশে সময় ০৯:৩৪ পিএম,৭ সেপ্টেম্বন ২০১৬ বুধবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur