Home / সারাদেশ / কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইন্টার্ন ডক্টর্স এসোসিয়েশন এর সদস্যরা। সোমবার দুপুরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

ঘন্টাব্যাপি চলা এ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন কুমিল্লা মেডিক্যাল কলেজ ইন্টার্ন ডক্টর্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং মেডিক্যালের সিনিয়র চিকিৎসকরা।

এসময় বক্তারা হাসপাতালে চিকিৎসকদের নিরাপদ ও কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। সেই সাথে সন্ত্রাসী হামলায় জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি প্রদানেরও দাবি করেন তারা।

প্রসঙ্গত, রোববার দুপুরে কুমিল্লা সিটি কলেজের দুই শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় গুরতর আহত হলে তাদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করা হয়। এদের একজন ঘটনাস্থলেই মারা যায়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে সিটিকলেজের একদল শিক্ষার্থী হাসপাতালে ব্যাপক ভাংচুর চালায়।

কুমিল্লা করেসপন্ডেন্ট || আপডেট: ০৪:৩৩ পিএম, ১৯ অক্টোবর ২০১৫, সোমবার

 এমআরআর