Home / সারাদেশ / কুমিল্লা মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল দুই বন্ধুর

কুমিল্লা মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল দুই বন্ধুর

কুমিল্লায় মোটরসাইকেল যোগে একটি সামাজিক অনুষ্ঠানে যাওয়ার পথে কাভার্ডভ্যান চাপায় ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন।

২৭ নভেম্বর শুক্রবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমুল হক সজল জেলার সদর উপজেলার কাচিয়াতলি এলাকার নাজিম উদ্দিনের ছেলে এবং অপর জন সোহাগ বুড়িচং উপজেলার ময়নামতির ফরিদপুর এলাকার আমির আলীর ছেলে।

জানা যায়, আজ বিকেলে মোটরসাইকেল যোগে তিন বন্ধু মিলে কালাকচুয়া এলাকা দিয়ে একটি সামাজিক অনুষ্ঠানে যাচ্ছিলেন। এসময় পথে পিছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ ৩ বন্ধু রাস্তার পাশে ছিটকে পড়ে।

এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সজল ও সোহাগকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর ময়নামতি হাইওয়ে পুলিশের একটি দল কাভার্ডভ্যানটি আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়।

নিহত দু’জন ‘হেল্প ফর হিউম্যান’ নামের একটি সংগঠনের কুমিল্লা মহানগর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে বলে জানান।

প্রতিবেদক:জাহাঙ্গীর আলম ইমরুল, ২৭ নভেম্বর ২০২০