Home / সারাদেশ / কুমিল্লা নতুন ১৬ জনসহ আক্রান্ত বেড়ে ২৬৪ জন
করোনাভাইরাস শনাক্তকরণে
ফাইল ছবি

কুমিল্লা নতুন ১৬ জনসহ আক্রান্ত বেড়ে ২৬৪ জন

কুমিল্লায় নতুন করে ১৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। জেলায় মোট আক্রান্ত হয়েছে ২৬৪ জন। আজ মৃত্যুবরণ করেছেন ২ জন।

নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে সিটি কর্পোরেশনে ৫ জন, আদর্শ সদরে ৩ জন, নাঙ্গলকোটে ৩ জন, ব্রাহ্মনপাড়ায় ২ জন, মুরাদনগরে ১ জন ও লাকসামে ১ জন এবং দেবীদ্বারে মৃত্যুবরণ করেছে ২ জন।

আজ শনিবার দুপুর পর্যন্ত কুমিল্লায় করোনা ভাইরাসে সর্বমোট আক্রান্ত হয়েছেন ২৬৪ জন আর মৃত্যুবরণ করেছেন ১১ জন। হোম আইসোলেশনে চিকিৎসা নিয়ে ২৬৪ জনের মধ্যে ৪৬ জন সুস্থ্য হয়েছেন।

জেলা সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় সূত্র মতে, কুমিল্লার উপজেলা ওয়ারী আক্রান্ত সংখ্যা কুমিল্লা নগরীতে ২১ জন, সদরে ৫ জন, তিতাসে ১১ জন, দাউদকান্দিতে ১০ জন, বুড়িচংয়ে ৯ জন, চান্দিনায় ১৪ জন, দেবিদ্বারে ১০২ জন, মেঘনায় ২ জন, বরুড়ায় ১০ জন, ব্রাহ্মণপাড়ায় ৭ জন, সদর দক্ষিণে ৩ জন, চৌদ্দগ্রামে ২ জন, মনোহরগঞ্জে ৬ জন, মুরাদনগরে ৩৩ জন, হোমনায় ৩ জন, নাঙ্গলকোটে ৭ জন, লালমাইয়ে ৩ জন ও লাকসামে ১৫ জনসহ ক‌রোনা ভাইরা‌সে আক্রান্ত মোট ২৬৪ জন।

প্রতিবেদক:জাহাঙ্গীর আলম ইমরুল,১৬ মে ২০২০