Home / সারাদেশ / কুমিল্লা ট্রাকের ধাক্কায় দু’সিএনজি যাত্রী নিহত

কুমিল্লা ট্রাকের ধাক্কায় দু’সিএনজি যাত্রী নিহত

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

সোমবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-ওয়াদুদ ও আলী আক্কাস।

পুলিশ জানায়, সদর দক্ষিণ উপজেলার লাকসাম সড়কের রতনপুর নামক স্থানে লাকসামগামী একটি ট্রাক কুমিল্লাগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ২ জন আরোহী নিহত হন। আহত হন আরো ২ জন।

আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ট্রাক এবং সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

কুমিল্লা করেসপন্ডেন্ট, আপডেট ০৪ : ৪২ পিএম, ৯ নভেম্বর ২০১৫