Home / শীর্ষ সংবাদ / বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার আহবান : কুমিল্লা জেলা প্রশাসক

বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার আহবান : কুমিল্লা জেলা প্রশাসক

করোনা ভাইরাস সংক্রমনে সামাজিক দূরত্ব তৈরীতে ও সতর্কতা সৃষ্টির জন্য কুমিল্লায় মাঠে নামছে সেনাবাহিনী। জেলার ১৭টি উপজেলায় স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্যকর্মীদের সাথে সমন্বয় করে কাজ করবে সেনাবাহিনী।

সশস্ত্র বাহিনী কিভাবে কাজ করবে তা ঠিক করতে মঙ্গলবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক কার্য্যালয়ে এ উপলক্ষ্যে একটি যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর এর সভাপতিত্বে বৈঠকে বক্তব্য রাখেন, অধিনায়ক ৩১ বীর লে: কর্নেল মাহবুব, জেলা পুলিশ সুপার সৈয়দ নুরল ইসলাম।

জেলা প্রশাসক বলেন,‘পর্যাপ্ত পরিমাণ পণ্য মজুত আছে। এ নিয়ে উদ্বিগ্ন হবার কোনো কারন নেই। এ নিয়ে কেউ যেন গুজব ছড়াতে না পারে সে ব্যপারে জেলা প্রশান কঠোর অবস্থানে রয়েছে। তিনি বলেন, করোনা প্রতিরোধে সিভিল প্রশাসনের সাথে সামরকি বাহিনী রয়েছে।’

সবাইকে বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার আহবান জানান জেলা প্রশাসক।

পুুলিশ সুপার বলেন, কুমিল্লা জেলা পুলিশেসর ৯০ ভাগেরও বেশি সদস্য শুধু করোনাকে কেন্দ্র করে নিয়োজিত রয়েছে। তিনি বলেন, গুরুতর অপরাধের আসামী ছাড়া আপাতত কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না।

এসময় কুমিল্লা সেনানিবাসের ৩৫ ফিল্ড লে: কর্নেল নাজমুল, মেজর সাইফ,জি এস আলিম উদ্দিন (আলীম), ডা. মো নজরুল ইসলাম, ডা. এইচ. এম. কায়সার, সিভিল সার্জন নিয়াতুজ্জামানসহ সামরিক কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাহাঙ্গীর আলম ইমরুল,২৪ মার্চ ২০২০

ইন্টারনেট কানেকশন নেই