Home / সারাদেশ / কুমিল্লায় বিনামূল্যে হোমিওপ্যাথি চিকিৎসা ক্যাম্প
marder

কুমিল্লায় বিনামূল্যে হোমিওপ্যাথি চিকিৎসা ক্যাম্প

রোববার (০১ নভেম্বর) কুমিল্লায় বিনামূল্যে হোমিওপ্যাথি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

’শৈলেন হোমিও কেয়ার’ এর সহযোগিতায় ’হোমিওপ্যাথি সেবা সংঘ’ মহানগরীর বাদুরতলায় এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে।

এতে হোমিওপ্যাথি সেবাসংঘের সভাপতি ডা: লরেন্স তীমু বৈরাগীসহ কুমিল্লা হোমিওপ্যাথি কলেজের বেশ ক’জন চিকিৎসক চিকিৎসা প্রদান করেন।

দিনব্যাপি অনুষ্ঠিত এ চিকিৎসা ক্যাম্পে দুই শতাধিক রোগীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।

আয়োজিত চিকিৎসা ক্যাম্পে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রিয় উপকমিটি সহ-সভাপতি এ কে এম সজিব উর রশীদ, সহ-সম্পাদক মো: শাহজাহান বিপ্লব, ছাত্রলীগ কেন্দ্রিয় উপকমিটির সাবেক ভাইস প্রেসিডেন্ট আশিকুর রহমান প্রমূখ।

চাঁদপুর টাইমস, কুমিল্লা করেসপন্ডেন্ট। ।। ।। আপডেট ২:১৭ পিএম ০১ নভেম্বব, ২০১৫ রোববার
/ডিএইচ