কুমিল্লাস্থ-কচুয়া সমিতির আয়োজনে অন্যান্য বছরের ন্যায় এবারো কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার (৩০ নভেম্বর ) কুমিল্লা শহরের নজরুল ইন্সটিটিউট মিলনায়তনে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি আলহাজ্ব আবদুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আব্দুল ওয়াদুদ মজুমদার। বিশেষ অতিথি ছিলেন সমিতির উপদেষ্টা অ্যাড. কাজী মোজাম্মেল হোসেন ও কুমিল্লার সহকারি জেলা জজ কামাল হোসেন।
আরও উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা আবুল হোসেন মজুমদার, সহ-সভাপতি ডা.এম.এ মালেক, সাধারণ সম্পাদক অ্যাড. আনোয়ার হোসেন, যুগ্ম -সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম ও সৈয়দ মাসুদুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ ও অতিথিরা।
অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সহ-সভাপতি আবুল হাসানাত আজাদ। অনুষ্ঠানে সমিতির সদস্যদের ৩৮ জন এসএসসি ও এইচএসসিতে ভালো ফলাফলের জন্য ক্রেস্ট, প্রাইজবন্ড ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানের শেষে মধ্যাহ্ন ভোজ ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
এসময় কুমিল্লাস্থ কচুয়া সমিতির আজীবন,সাধারণ সদস্যবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
প্রতিবেদক : জিসান আহমেদ নান্নু
১ ডিসেম্বর , ২০১৮ শনিবার
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur