কুমিল্লার চৌদ্দগ্রামে প্রবাসী লাশ নিয়ে বাড়ি ফেরার পথে এ্যাম্বুলেন্স দুর্ঘটনায় নিহত ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এম্বুলেন্সের আরেক যাত্রী।
শনিবার বিকেলে লাশবাহী এ্যাম্বুলেন্স যোগে সৌদি প্রবাসী রুবেলের মরদেহ ঢাকা থেকে ফটিকছড়ি নিয়ে যাচ্ছিলেন নিহত রুবেলের আপন ভাই বাবুল ও তার প্রতিবেশীরা।
লাশবাহী এ্যাম্বুলেন্সটি কুমিল্লা চৌদ্দগ্রাম থানার দক্ষিণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা (কালিকাপুর) এলাকা অতিক্রম কালে নিয়ন্ত্রন হারিয়ে ১৪ চাকার পণ্যবাহী লড়ির পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে নিহত প্রবাসী রুবেলের বড় ভাই বাবুল, প্রতিবেশী ওসমান মিয়া ঘটনাস্থলে নিহত হন এবং অপর প্রতিবেশী বশির মিয়া মহাসড়কের ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা বশির মিয়াকে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাবুদ্দিন জানান, নিহত ও আহত সকলের গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার বুঝপুর গ্রামের বাসিন্দা। গত এক বছর পূর্বে সৌদি আরবে রুবেল মারা যায়। আইনী পক্রিয়া শেষে আজ সকালে রুবেলের মরদেহ ঢাকা এসে পৌছায়। পরবর্তীতে প্রবাসী রুবেলের মরদেহ সংগ্রহ করে বাড়ি ফেরার পথিমধ্যে এ দুর্ঘটনার শিকার হন। ঘটনার পর থেকে লাশবাহী এম্বুলেন্সের ড্রাইভার পলাতক রয়েছে।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ৫ জুলাই ২০২৫