Home / সারাদেশ / কুমিল্লায় আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
দুর্নীতি

কুমিল্লায় আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে কুমিল্লায় পালিত হয়েছে আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস।
এ উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ মুশফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আব্দুল মান্নান, সিভিল সার্জন নাছিমা আক্তার।
জেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর আমীর আলী চৌধুরীর সভাপতিত্বে সভায় মুখ্য অলোচক ছিলেন দুদক কুমিল্লার উপ-পরিচালক মোঃ ফজলুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া।
বক্তব্য রাখেন জেলা পরিষদের সাবেক প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ওমর ফারুক, এডভোকেট গোলম ফারুক, আলহাজ্ব শাহ মোহাম্মদ আলমগীর, সিনিয়র সাংবাদিক আবুল হাসানাত বাবুল, বদরুল হুদা জেনু।
এর আগে জেলা জেলা প্রশাসক কাযালয়ে একটি দূর্ণীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ৯ ডিসেম্বর ২০২৩