চাঁদপুরের কচুয়া থানার উদ্যোগে ওপেন হাউজ ডে-২০২৪ পালিত হয়েছে। শনিবার বিকেলে কচুয়া থানা মিলনায়তনে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। কচুয়া থানার অফিসার ইনচার্জ এম. আবদুল হালিম এর সভাপতিত্বে ও কচুয়া থানার এসআই দেলোয়ার হোসেন রাজিবের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. আব্দুর রকিব উদ্দিন (পিপিএম)। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমানে আমাদের সমাজে মাদক একটি ব্যাধী হিসেবে পরিণত হয়েছে। মাদক নির্মূলে আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা অতিতে যেভাবে আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন আশা করি ভবিষ্যতেও আপনারা আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। কিশোর গ্যাং নির্মূলে আমরা বদ্ধ পরিকর। আপনারা পারিবারিকভাবে আপনাদের সন্তানের প্রতি দৃষ্টি রাখবেন। সন্ধ্যার পর যেনো সে বাহিরে না থাকে, সেদিকে লক্ষ রাখবেন।
এসময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা সার্কেল এএসপি রিজওয়ান সাইদ জিকু, কচুয়া উপজেলা বিএনপি’র আহবায়ক মো. হুমায়ুন কবির প্রধান, সদস্য সচিব মঞ্জুর আহমেদ সেলিম, পৌর বিএনপি’র আহবায়ক মো. হাবিব উল্লাহ হাবিব, উপজেলা যুবদলের আহবায়ক মো. মহিউদ্দিন মজুমদার, সাবেক সাধারন সম্পাদক মো. মকবুল হোসেন মিয়াজী, পৌর বিএনপির সদস্য মিজানুর রহমান, এনামুল হক, আলআমিন, উপজেলা ওলামাদলের সভাপতি মাও. মো. আনোয়ার হোসেন, ওলামাদল নেতা মাও. মো. মহিউদ্দিন আজাদসহ পুলিশ, সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৩০ নভেম্বর ২০২৪