Home / উপজেলা সংবাদ / কচুয়া / কাতার প্রবাসী কচুয়ার যুবকের কফিনবন্দি মরদেহ
কাতার

কাতার প্রবাসী কচুয়ার যুবকের কফিনবন্দি মরদেহ

কচুয়া উপজেলার দহুলিয়া গ্রামের অধিবাসী কাতার প্রবাসী মোহাম্মদ হোসেন (৩২) এর কফিনবন্দি মরদেহ ২০ দিন পর দেশে পৌঁছেছে। তিনি উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের দহুলিয়া গ্রামের মোহর আলীর ছেলে। ২০২৪ সালের ২৭ ডিসেম্বর শুক্রবার দুপুরে কাতারে নিজ কক্ষে তিনি মারা যায়। ১৬ জানুয়ারি বৃহস্পতিবার রাত ৯টায় তার লাশ গ্রামের বাড়িতে পৌছলে কান্নার আহাজারি নেমে আসে। জানাযা শেষে নিহতের লাশ দহুলিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ভাগ্য পরিবর্তনের আশায় এনজিও থেকে ঋণ নিয়ে প্রায় অনেক টাকা খরচ করে ৮ মাস আগে কাতারে যায় মোহাম্মদ হোসেন । ঋণের টাকা সে এখনো শোধ করতে পারেনি। হাজারো স্বপ্ন নিয়ে প্রবাসে পাড়ি জমিয়ে ছিলেন তিনি। কিন্তু ভাগ্যের চাকা ঘুরাতে গেলেও তিনি ফিরে আসলেন লাশ হয়ে। এদিকে পরিবারের বড় সন্তান সে। সবার বড় হিসেবে পরিবারের হাল ধরতে তিনি বিদেশে চলে যান। স্থানীয় এনজিও সংস্থা থেকে ঋণ নিয়ে তাকে বিদেশে পাঠানো হয় । তার ধার-দেনা এখনো পরিশোধ করতে পারছেন না পরিবার। বর্তমানে তার স্ত্রী ও দুই মেয়ে রয়েছে।

নিহতের স্ত্রী নাসরিন আক্তার বলেন, আমার স্বামী মোহাম্মদ হোসেন ঋণ নিয়ে বিদেশে পাড়ি জমেছিলেন, সে সবেমাত্র আট মাস হলো বিদেশ গেছেন। তার মৃত্যুতে এখন আমরা নিঃস্ব হয়ে গেলাম। এই নাবালক এতিমদের নিয়ে আমি কী করব, কোথায় যাব, ভেবে পাচ্ছি না।

স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন বলেন, মোহাম্মদ হোসেনের পরিবারে স্ত্রী ও দুই মেয়ে রয়েছে। তার অকাল মৃত্যুতে পরিবারটি পথে বসার অবস্থায়। এদিকে ২০দিন পর প্রবাসী মোহাম্মদ হোসেনের লাশ দেশে ফিরে আসায় নিহতের পরিবারের মাঝে শোকের মাতম দেখা দেয়।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৭ জানুয়ারি ২০২৪