Home / চাঁদপুর / কাজী ইব্রাহিম জুয়েলের উদ্যোগে এলাকাবাসীর সম্মানে ইফতার মাহফিল
ইব্রাহিম

কাজী ইব্রাহিম জুয়েলের উদ্যোগে এলাকাবাসীর সম্মানে ইফতার মাহফিল

চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দল এবং জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েলের উদ্যোগে এলাকাবাসীর সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ‌ ৮ মার্চ শনিবার বিকেলে চাঁদপুর শহরের কুমিল্লা রোডের চেয়ারম্যানঘাটস্থ তার নিজ কার্যালয়ে এই আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে কুমিল্লা রোডস্থ চেয়ারম্যান ঘাটের ব্যবসায়ী, এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং পথচারী রোজাদাররা অংশগ্রহণ করেন। ইফতার পূর্ব দোয়া ও মোনাজাতে কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েলের মরহুম পিতা, আত্মীয়-স্বজনসহ এলাকার সকল কবরবাসীর রুহের মাগফের কামনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাইতুল কাদের মিজি জামে মসজিদের পেশ ইমাম।

কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল বলেন, ‘পবিত্র মাহে রমজান হল আত্মশুদ্ধি এবং সংযমের মাস। ‌‌ আমাদের ইসলামের যে সৌহার্দ্য এবং সৌন্দর্য রয়েছে তা এই মাসে ফুটে উঠে। ‌আজকে আমাদের এলাকার ব্যবসায়ী এবং রোজাদার পথচারীদের নিয়ে ইফতার আয়োজন করা হয়েছে। এ আয়োজনে ধনী-গরিব ব্যবসায়ী-পথচারী সবাই একসঙ্গে বসে সমান মর্যাদায় ইফতারের খাবার গ্রহণ করতে পেরেছি। এই দৃশ্যটি প্রমাণ করে মানবিকতা, সহানুভূতি এবং ভালোবাসাই সমাজের মূল ভিত্তি। এটাই ইসলামের প্রকৃত সৌন্দর্য।’

স্টাফ রিপোর্টার, ৮ মার্চ ২০২৫