Home / চাঁদপুর / চাঁদপুরে রেকর্ড ৪৯৮ জনের করোনা পজিটিভ, শনাক্তের হার ৪৭.৭ শতাংশ
করোনা

চাঁদপুরে রেকর্ড ৪৯৮ জনের করোনা পজিটিভ, শনাক্তের হার ৪৭.৭ শতাংশ

চাঁদপুরে এবার একদিনে সর্বোচ্চ ৪৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। যা এখন পর্যন্ত সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের নতুন রেকর্ড সৃষ্টি করেছে। মোট নমুনার সংখ্যা ছিল ১০৪৪ টি।

নমুনা অনুপাতে আক্রান্ত শনাক্তের হার ৪৭.৭%। ২৮ জুলাই বুধবার চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ২০২জন,হাজীগঞ্জের ৩৯জন, ফরিদগঞ্জের ৫২জন, মতলব উত্তরের ৩৫জন, শাহরাস্তির ৫১জন, কচুয়ার ৪৮জন, হাইমচরে ২১জন,শরীয়তপুর ২ জন ও রায়পুর(লক্ষীপুর) ৩ জন রয়েছেন।

স্টাফ করেসপন্ডেট,২৮ জুলাই ২০২১