Home / চাঁদপুর / চাঁদপুরে আরও ১৮ জনের করোনা শনাক্ত
corona
করোনা টেস্ট

চাঁদপুরে আরও ১৮ জনের করোনা শনাক্ত

চাঁদপুরে আরও ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে।নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৪৪৭জন। এর মধ্যে মৃতের সংখ্যা ১১৮জন। সুস্থ হয়েছেন ৩৯৬৭জন। বর্তমানে চিকিৎসাধীন ৩৬২জন।

১২ মে বুধবার সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।

করোনা শনাক্তের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ১১জন, ফরিদগঞ্জের ২জন, হাজীগঞ্জের ৪জন ও কচুয়ার ১জন রয়েছেন। একই দিনে ৪৯জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ২৫জন, হাইমচরের ২জন, ফরিদগঞ্জের ৩জন, হাজীগঞ্জের ৯জন, কচুয়ার ৩জন ও শাহরাস্তির ৭জন।

চাঁদপুর করেসপন্ডেট