Home / চাঁদপুর / চাঁদপুর সদরে আরও ১১জনের করোনা শনাক্ত
corona-test

চাঁদপুর সদরে আরও ১১জনের করোনা শনাক্ত

চাঁদপুরে করোনা শনাক্তের হার বৃদ্ধি অব্যাহত রয়েছে। ২ নভেম্বর সোমবার এক দিনে শুধুমাত্র চাঁদপুর সদর উপজেলায় আরও ১১জনের করোনা শনাক্ত হয়েছে।

এর মধ্যে ৯জন’ই চাঁদপুর শহরের বাসিন্দা। এ নিয়ে সদর উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯৯০জন।

চাঁদপুর সদর উপজেলায় নতুন আক্রান্ত যারা :

শহরের ওয়ারলেস বাজার এলাকার পুরুষ (৫৫), ষোলঘর এলাকাকর পুরুষ (৩৭), পুরানবাজার নবাবল্লীর মহিলা (৫২), পূর্ব শ্রীরামদীর পুরুষ (৬৫), প্রফেসরপাড়ার মহিলা (৪৫), মহিলা (১৮), পুরুষ (২২), মহিলা (৩৫), পুরানবাজারের পুরুষ (৬৫), চান্দ্রা ইউনিয়নের বাখরপুর এলাকার পুরুষ (৪৫) এবং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে বহরিয়া এলাকার মহিলা (১৭)।

বার্তা কক্ষ,২ নভেম্বর ২০২০