Home / চাঁদপুর / করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন চাঁদপুরের জেলা প্রশাসক
চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ

করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন চাঁদপুরের জেলা প্রশাসক

মহামারি করোনা ভাইরাস থেকে রক্ষায় টিকার দ্বিতীয় ডোজ নিলেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

৮ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে তিনি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে করোনার টিকাদান কেন্দ্রে কর্নার এ দ্বিতীয় ডোজ নেন।

এরপর টিকা গ্রহণ করেন চাঁদপুরেরর অতিরিক্ত জেলা প্রশাসক ও উপ-সচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা অমিত চক্রবর্তী,নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.উজ্বল হোসাইন,ইমরান মাহমুদ ডালিম,মঞ্জুর মোর্শেদ, আবিদা সিফাত।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ করোনাটিকার দ্বিতীয় ডোজ নেয়ার পর সবাইকে টিকা নেওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।

এসময় তিনি আরো বলেন,করোনা নির্মূল না হওয়া পর্যন্ত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো.সাখাওয়াত উল্লাহ,সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডা.সাজেদা পলিন,সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক ডা. ইসা রুহুল্লা।

প্রতিবেদক:আশিক বিন রহিম,৮ এপ্রিল ২০২১