Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে করোনা আক্রান্ত সংখ্যা বেড়ে ১১৪

হাজীগঞ্জে করোনা আক্রান্ত সংখ্যা বেড়ে ১১৪

চাঁদপুরে হাজীগঞ্জে একদিনে নতুন করে আরো ৯ জনের শরীলে করোনা প্রজেটিভ রিপোর্ট পাওয়া যায়। এ নিয়ে উপজেলায় মোট ১১৪ জন আক্রান্ত হয়েছেন।

৭ জুলাই মঙ্গলবার বিকালে ২য় ধাপে চাঁদপুর সিভিল সার্জনের অফিস সৃত্রে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এইচ এম সোয়েব আহমেদ চিশতী নিশ্চিত করেন।

জানা যায়,পৌরসভার মধ্য একজন মহিলা ও ৭ জন পুরুষ। এদের মধ্যে পৌর ৪নং ওয়ার্ডে ১জন, ৫নং ওয়ার্ডে একজন মহিলাসহ ৩জন, ৬নং ওয়ার্ডে ২জন ও ৭নং ওয়ার্ডে ১জন।

এছাড়া উপজেলার ৪নং কালঁচো দক্ষিণ ইউনিয়নে একজন মহিলা ও ৮নং ওয়ার্ডে একজন মহিলা।বয়স বিশ্লেষনে দেখা যায় ৩০-৪০ এর মধ্যে ২জন, ৪০-৫০ এর মধ্যে ৩ জন, ৫০-৬০ এর মধ্যে ২জন।

আক্রান্ত সবাই বাসা বাড়ীতে হোমকোয়ারেন্টে চিকিৎসা নিচ্ছেন বলে জানা যায়।এ পর্যন্ত আক্রান্ত ১১৪ জনের মধ্যে প্রায় ৩০ জন সুস্থ্যতা ফিরে পেয়েছেন বলে জানা যায়। আর এ পর্যন্ত আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন প্রায় ১৮ জন।

প্রতিবেদক:জহিরুল ইসলাম জয়,৭ জুলাই ২০২০

ইন্টারনেট কানেকশন নেই