Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় করোনামুক্ত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা
করোনামুক্ত

কচুয়ায় করোনামুক্ত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা

কচুয়ায় করোনা জয়ী হওয়ার পর ইউএনও দীপায়ণ দাস শুভ গতকাল বৃহস্পতিবার কার্যালয়ে আসলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান বিভিন্ন কর্মকর্তারা।

এসময় উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম,কৃষি কর্মকর্তা মো. সোফায়েল হোসেন,প্রানীসম্পদ কর্মকর্তা ডা. নুরুল ইসলাম,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদুল হাছান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আশেকুর রহমান ও প্রকৌশলী সৈয়দ জাকির হোসেন সহ অন্যান্য কর্মকর্তরা উপস্থিত ছিলেন। একই দিনে তিনি উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সাথে স্বাস্থ্যবিধি মেনে মতবিনিময় কালে বিভিন্ন দফতরের সার্বিক খোঁজখবর নেন।

উল্লেখ্য যে, ইউএনও দীপায়ণ দাস শুভ ২৬ আগস্ট করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন। পরে করোনা জয়ী হয়ে বৃহস্পতিবার অফিসের কার্যক্রম শুরু করেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু