Home / সারাদেশ / করোনামুক্ত মির্জা ফখরুল, ফিরেছেন বাসায়
মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

করোনামুক্ত মির্জা ফখরুল, ফিরেছেন বাসায়

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর করোনা মুক্ত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২৫ মে) তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। পরে চিকিৎসকদের পরামর্শে সন্ধ্যায় গুলশানের বাসায় ফিরেছেন তিনি।

আজ শুক্রবার বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বিএনপি মহাসচিব চিকিৎসকদের পরামর্শে বাসায় ফিরেছেন। বর্তমানে তিনি বাসায় আছেন।’

গত ২৩ মে সকাল ১০টায় কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট হাতে পান মির্জা ফখরুল। সেদিন শায়রুল কবির খান জানান, তিনি গতকাল সোমবার দুপুর থেকে অসুস্থ বোধ করেন। পরের দিন করোনা শনাক্তের রিপোর্ট আসে। এরপর রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসা নেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ নিয়ে তৃতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হলেন। তিনি করোনা প্রতিরোধী টিকার চারটি ডোজই নিয়েছেন।

টাইমস ডেস্ক/ ২৬ মে ২০২৩