Home / উপজেলা সংবাদ / কচুয়া / করলা চাষ করে তাক লাগালেন কৃষক তাজুল ইসলাম
করলা

করলা চাষ করে তাক লাগালেন কৃষক তাজুল ইসলাম

করলা চাষে তিনি শুধু সফল নন, দারিদ্রতা জয় করেছেন। মোঃ তাজুল ইসলাম পৈত্রিকসূত্রে পাওয়া ও সনমেয়াদে নেয়া ১২২ শতাংশ জমিতে চলতি মৌষমে হীরা-২৭ জাতের করলা চাষ কওে তাক লাগিয়েছেন কচুয়া উপজেলার শুয়ারুল-দীঘিড়পাড় গ্রামের অধিবাসী মৃত জুলফু মিয়ার ছেলে মোঃ তাজুল ইসলাম। প্রায় ২০ বছর আগে সখের বসে বাড়িতে সবজি চাষের পাশাপাশি অল্প জমিতে বিভিন্ন লাউ, কুমড়া, ফুলকপি, বাধাকপি সহ বিভিন্ন মৌসুমী সবজি চাষ করেন তিনি। এতে ভালো লাভ হয়।

এবছর ১২২ শতাংশ জমিতে করলা চাষে প্রায় ৩লক্ষ ৭৫হাজার টাকা খরচ করেছেন তিনি। আবহাওয়া অনুকূলে ও স্থানীয় বাজারে করলার দাম ভালো পাওয়ায় ইতোমধ্যে তিনি প্রায় ৫ লক্ষ টাকার করলা বিক্রি করেছেন। আরো প্রায় লক্ষাধীক টাকার করলা বিক্রির আশা করছেন তিনি।

কৃষক তাজুল ইসলাম জানান, করলা চাষে খরচ যেমন হোক, পরিশ্রম বেশি, লাভ বেশি হয়। সবজি চাষের আয় দিয়ে সংসার খরচ চালিয়ে ৩ ছেলে-মেয়ের পড়ালেখা চালিয়ে যাচ্ছেন। তার স্বপ্ন ছেলে-মেয়েদের পড়ালেখা শিখিয়ে মানুষের মতো মানুষ করবেন। তাজুল ইসলাম ইতিমধ্যে এলাকার একজন সফল সবজি চাষির খেতাব অর্জন করেছেন। কচুয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মেজবাহ উদ্দিন বলেন, অন্যান্য ফসলের ন্যয় কচুয়ায় সবজি চাষ ভালো হয়। করলা চাষে কৃষক পর্যায়ে উদ্বুদ্ধকরণের জন্য সরকারিভাবে কর্মসূচি নেয়া হয়েছে।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৮ মে ২০২৫