Home / উপজেলা সংবাদ / কচুয়ায় ৫৫ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদ শূন্য
primary-school
ফাইল ছবি

কচুয়ায় ৫৫ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদ শূন্য

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলিতে ৫৫ প্রধান শিক্ষক পদ ও ৮৩ সহকারি শিক্ষক পদ শূন্য নিয়ে ভারপ্রাপ্ত শিক্ষক দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম

চাঁদপুরের কচুয়ায় ৫৫টি সরকারি ও নব-জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকবিহীন চলছে শিক্ষা কার্যক্রম। দিনের পর পর এসব শিক্ষা প্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে। এছাড়া ৮৩টি সহকারি শিক্ষক পদ শূন্য রয়েছে।

বিদ্যালয় গুলোতে চাহিদার বিপরীতে শিক্ষক কম থাকায় এক দিকে যেমন শিক্ষার্থীদের স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছে-অন্যদিকে বাড়তি শিক্ষার্থীদের চাপে হিমশিম খেতে হচ্ছে শিক্ষকদের। ফলে বাধ্য হয়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ের পাঠদানের বাইরে প্রাইভেট পড়ায় মনোনিবেশ হচ্ছে।

এ ব্যাপারে কচুয়া উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মিনহাজ উদ্দীন চাঁদপুর টাইমসকে জানান, প্রধান শিক্ষক পদ জটিলতা নিরসন ও সহকারি শিক্ষক পদ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলেই এসব সমস্যা অচিরেই অবসান হবে।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ তাজুল ইসলাম চাঁদপুর টাইমসকে জানান, বিভিন্ন জটিলতা কারণে প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক নিয়োগ সংকট রয়েছে। এসব সংকট সমাধানে কচুয়ার প্রাথমিক শিক্ষার মান শতভাগ উন্নীত করতে সরকারের প্রতি জোর অনুরোধ জানাচ্ছি।’

জিসান আহমেদ নান্নু, কচুয়া করেসপন্ডেন্ট [/author]

: আপডেট ৪:৩৭ পিএম, ২০ এপ্রিল  ২০১৬, বুধবার

ডিএইচ