চাঁদপুরের কচুয়া উপজেলা প্রশাসনের অনুমতিক্রমে ১২ ইউনিয়নের ৩১টি বাজারে বসবে গরুর হাট। চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক সাধারন সভায় অনুমোধিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানাগেছে।
এসব বাজারগুলো হচ্ছে- বায়েক বাজার, রাগদৈল বাজার, সাচার বাজার, মধুপুর বাজার, বিতারা বাজার, মাঝিগাছা বাজার, বাইছারা বাজার, পালাখাল বাজার, এনায়েতপুর বাজার, আলিয়ারা বাজার, ফতেপুর বাজার, তুলপাই বাজার, নন্দনপুর বাজার, উজানী বাজার, খিড্ডা বাজার, সিংআড্ডা বাজার, তেতৈয়া আঃ রব মোল্লা সুপার মার্কেট, তেতৈয়া আদর্শ মোল্লা মার্কেট, তেতৈয়া ক্বারিয়ানা মাদ্রসা মাঠ, চৌমহনী বাজার, কাদলা বাজার, রঘুনাথপুর বাজার, দরবেশগঞ্জ বাজার, দেবীপুর বাজার, নলুয়া বাজার, আকানিয়া বাজার, ডুমুরিয়া বাজার, মিয়ার বাজার, আশ্রাফপুর বাজার, জগতপুর বাজার ও মাসনিগাছা বাজার।
এছাড়া শুয়ারুল ও রহিমানগর গরুর বাজারটি স্থায়ীভাবে হওয়ায় এ দুটি বাজারে ও গরুর হাট মিলবে।
এদিকে বিগত বছরগুলোতে দেখা গেছে কচুয়ার বেশ কিছু স্থানে প্রশাসনের অনুমতি ছাড়া বেআইনি ভাবে প্রশাসনকে না জানিয়ে প্রভাব খাটিয়ে একটি অসাধু মহল গরুর হাট বসিয়ে লাখ লাখ হাতিয়ে নিয়েছে। এসব অবৈধভাবে গড়ে উঠা গরুর বাজার বন্ধ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে সচেতন মহল।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) কচুয়া উপজেলার শুয়ারুল বাজারে স্থানীয় ক্রেতাদের সাথে আলাপকালে তারা জানায়- ঈদুল আযহার আরো ১০ দিন বাকি থাকলেও ঈদকে সামনে রেখে গরু ও খাসির দাম বিগত বছরের চেয়ে অনেক বেশি বলে তারা জানিয়েছেন।
প্রতিবেদক-জিসান আহমেদ নান্নু, কচুয়া : আপডেট, বাংলাদেশ সময় ৮:০০ এএম, ২ সেপ্টেম্বর ২০১৬, শুক্রবর
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur