Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় হোটেলের ছাদে আওয়ামী লীগ নেতার ফলবাগান
Food forest

কচুয়ায় হোটেলের ছাদে আওয়ামী লীগ নেতার ফলবাগান

মোঃ হুমায়ুন কবির, পেশায় একজন ব্যবসায়ী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এ মেধাবী ছাত্র হুমায়ুন কবির উচ্চ শিক্ষা গ্রহণ শেষে ঢাকা পুরানা পল্টনে নিজ ব্যবসা পরিচালনা করছেন।

তিনি পুরানা পল্টনস্থ বন্ধু (আবাসিক) হোটেলের ব্যবস্থাপনা পরিচালক, ঢাকাস্থ কচুয়া উপজেলা সমিতির সাধারণ সম্পাদক ও কচুয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি।

কচুয়া উপজেলার পৌরসভাধীন সুবিদপুর গ্রামের বাসিন্দা কঠোর পরিশ্রমী ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী হুমায়ুন কবির তার নিজ ব্যবসায়ীক আবাসিক হোটেলের ছাদে বিভিন্ন ফলফলাদির গাছের চারা রোপন করেছেন। আর সেই দেশীয় ফল ফলাদির গাছের পরিচর্যা প্রতিনিয়ত নিজ হাতে করে থাকেন।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে ছবিটি ক্যামেরাবন্দি করেছেন চাঁদপুর টাইমসের স্টাফ করেসপন্ডেন্ট জিসান আহমেদ নান্নু।

: আপডেট, বাংলাদেশ সময় ১১:৫৬ পিএম, ১১ জানুয়ারি ২০১৮, বৃহস্পতিবার
ডিএইচ