Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় সাবেক এমপির মৃত্যুবার্ষিকী পালিত

কচুয়ায় সাবেক এমপির মৃত্যুবার্ষিকী পালিত

চাঁদপুর-১ কচুয়া আসনের সাবেক সংসদ সদস্য, বৃহত্তর কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, কচুয়া উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাত এ্যাডভোকেট আব্দুল আউয়াল খন্দকারের ২১ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

মরহুম এ্যাডভোকেট আবদুল আউয়াল ফাউন্ডেশনের উদ্যোগে ১৯ জানুয়ারি রোববার দুপুরে কচুয়া হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ের মাঠে মরহুমের স্মৃতি চারন, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামীলীগ নেতা মো.আফজাল মুন্সির সভাপতিত্বে ও এ্যাডভোকেট আবদুল আউয়াল ফাউন্ডেশনের সভাপতি কাজী মো. জহিরুল হক টগরের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মো. তরিকুল ইসলাম মুন্সি, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুল জব্বার বাহার, হযরত শাহ্ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইয়াছিন মিয়া, কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হোসেন, সহ-সভাপতি মফিজুল ইসলাম বাবুল, মরহুম আবদুল আউয়াল খন্দকার ভাতিজা মো. কামরুজ্জান, খন্দকার সোহাগ হোসেন ও খন্দকার আরিফজ্জামান প্রমুখ।

পরে মরহুম এ্যাডভোকেট আব্দুল আউয়াল খন্দকারের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।

জিসান আহমেদ নান্নু