Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা
শ্রীকৃষ্ণের

কচুয়ায় শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথীতে শুভ জন্মাষ্টমীর উপলক্ষে কচুয়ায় জন্মাষ্টমী উদযাপন পরিষদ উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়েছে।

কচুয়া পৌরভবনের সামনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রাটি উদ্বোধন করেন, পৌর মেয়র নাজমুল আলম স্বপন। কচুয়া পৌরসভার থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন হয়ে কড়ইয়া মন্দিরে মিলিত হয়।

এসময় ইউএনও মো. নাজমুল হাসান,কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন,পূজা উদযাপন কমিটির সভাপতি ফনী ভূষন তাপু,সাধারন সম্পাদক বিকাশ সাহা,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক,সাবেক সভাপতি প্রিয়তোষ পোদ্দার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

একই দিনে র‍্যালি শোভাযাত্রা শেষে কড়ইয়া কেন্দ্রীয় মন্দিরে আলোচনা সভায় মিলিত হয়। এসময় উপজেলার বিভিন্ন এলাকার হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,১৯ আগস্ট ২০২২