Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় রাজবাড়ী সমাজকল্যাণ সংগঠনের উদ্বোধন
রাজবাড়ী

কচুয়ায় রাজবাড়ী সমাজকল্যাণ সংগঠনের উদ্বোধন

চাঁদপুরের কচুয়া উপজেলার রাজবাড়ী সমাজকল্যান সংগঠনের কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে এ সংগঠনের উদ্বোধক হিসেবে উদ্বোধন করেন, সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক অ্যাড. মোস্তাক আহমেদ।

সংগঠনের সভাপতি মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আমিনুল ইসলাম।

স্কুল শিক্ষক জিসান আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, ব্যারিস্টার এট’ল রাশেদুল হাসান সোহান,ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন,সংগঠনের উপদেষ্টা ওবায়েদুল ইসলাম,৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম ও ইউপি সদস্য হুমায়ুন কবির সুজন প্রমুখ। এসময় রাজবাড়ী সমাজকল্যান সংগঠনের সকল পর্যায়ের সদস্যবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৩ আগস্ট ২০২২