Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় যথাযথ মর্যাদায় শোক দিবস পালিত
শোক দিবস

কচুয়ায় যথাযথ মর্যাদায় শোক দিবস পালিত

চাঁদপুরের কচুয়ায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান কচুয়া উপজেলা প্রশাসন,আওয়ামী লীগ ও সামাজিক সংগঠন নেতৃবৃন্দ।

এ উপলক্ষ্যে সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা,বিভিন্ন কর্মসূচি,বৃক্ষরোপন করা হয়।

একই দিনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে উপজেলার মাঝিগাছা এম.এম উচ্চ বিদ্যালয়, নিন্দপুর মহীউদ্দীন খান আলমগীর উচ্চ বিদ্যালয় ও কলেজ, রাগদৈল উচ্চ বিদ্যালয়, উপজেলা আওয়ামী মৎস্যজীবি লীগ ও পাথৈর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে পৃথক ভাবে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৫ আগস্ট ২০২২