Home / উপজেলা সংবাদ / কচুয়ায় মাদক সেবনকালে ২ জন গ্রেফতার

কচুয়ায় মাদক সেবনকালে ২ জন গ্রেফতার

চাঁদপুরের কচুয়ায় মাদক সেবনকালে ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সাচার গ্রামস্থ জলিল সওদাগরেরর বাড়ীর সামনের বাগান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে, সাচার গ্রামের আলমগীর হোসেন আলম (৩৫) ও একই গ্রামের রাজ বল্লব গোস্বামী (৩০)।

সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মোঃ মোস্তফা চৌধুরী জানান, “গোপন সংবাদের ভিত্তিতে তাদের ২জনকে গাজা সেবন কালে গ্রেফতার করি। এবং এসময় তাদের কাছে ৩পিচ ইয়াবা ও ১শ গ্রাম গাজা উদ্ধার করা হয়। এঘটনায় তাদের বিরুদ্ধে কচুয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের হয়েছে।”

জিসান আহমেদ নান্নু, কচুয়া করেসপন্ডেন্ট

।। আপডেট: ০৭:৪৫ পিএম, ১৭ নভেম্বর ২০১৫, মঙ্গলবার
ডিএইচ