Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্টে
প্রতীকি ছবি

কচুয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

চাঁদপুরে কচুয়া উপজেলার নাউলা গ্রামে বৈদ্যুতিক মেইন লাইনে তার ছিড়ে শরীরে পড়ে শিরিনা আক্তার (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

১৭ অক্টোবর, শনিবার দুপুরে ওই নারী তার নিজ বাড়ির পুকুরে গোসল করতে যাওয়ার সময় আস্মমিক ভাবে বাড়ির উপরের মেইন লাইনের বৈদ্যুতিক জোড়া তার ছিড়ে পড়ে। এসময় স্থানীয় লোকজর তাকে মুমূর্ষ অবস্থায় স্থানীয় হাসপাতালে নেয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়। নিহত শিরিনা আক্তার নাউলা গ্রামের আব্দুল হকের মেয়ে ও তার এক সন্তান রয়েছে।

এদিকে শিরিনা আক্তারের মৃত্যুর জন্য পল্লী বিদ্যুৎ সমিতির অব্যবস্থপনায় দায়ী করেন। নিহতের পরিবারের দাবী, পূর্বে বেশ কয়েকবার ছিড়া তারের বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতিকে অবহিত করে ব্যবস্থা না নেয়ায় এ দুর্ঘটনা ঘটে।

এ ব্যাপারে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির কচুয়া জোনাল অফিসের ডিজিএম মো: জাহাঙ্গীর আলম বলেন, বিয়টি শুনে ঘটনাস্থলে রিপোর্ট নেয়ার জন্য জুনিয়র ইঞ্জিনিয়ার কাজী জাকারিয়াকে ঘটনাস্থলে পাঠিয়েছি। তবে আগে থেকে স্থানীয়দের তার জোড়া দেয়ার বিষয়ে অভিযোগের বিষয়টি তিনি অস্বীকার করেছেন।

প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,১৭ অক্টোবর ২০২০